আগেই টটেনহ্যাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন সাউথ কোরিয়ান তারকা উইঙ্গার সন হিউন মিন। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রাক মৌসুমে সনের দল হটস্পার খেলতে এসেছে চীনে। এশিয়া সফরের শেষ ম্যাচে জিততে পারেনি তার দল।
সাউথ কোরিয়ার সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে টটেনহ্যাম নেমেছিল নিউক্যাসল উইনাইটেডের বিপক্ষে। ১-১ গোলে ড্র হয়েছে। চতুর্থ মিনিটে ব্রেনান জনসনের গোলের পর ৩৮ মিনিটে নিউক্যাসলের হার্ভি বার্নসের গোলে সমতায় আসে দলটি। পরে আর গোল না হলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।
ঘরের মাঠে ম্যাচ শুরুর আগে সনকে গার্ড অব অনার দেয় স্পাররা। ম্যাচ শেষ হলে টানেল দিয়ে যাওয়ার পথে কান্নায় ভেঙে পড়েন ৩৩ বর্ষী তারকা। টটেনহ্যাম ছাড়ার ঘোষণা দেয়ার পরদিনই শেষ ম্যাচ খেললেন সন। ক্লাব ছাড়ার ঘোষণাকে সন ‘ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ বলেছেন।
সনের বিদায়ী ম্যাচে বড় ধরনের চোটে পড়েছেন সতীর্থ জেমস ম্যাডিসন। চোটে তাকে মাঠ থেকে উঠে যেতে হয়। হটস্পার কোচ থমাস ফ্রাঙ্ক এ চোটকে ‘বাজে চোট’ বলেছেন।