সনাতনী নারীকে ধর্ষণের অভিযোগে দুই সহোদর গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

সনাতনী নারীকে ধর্ষণের অভিযোগে দুই সহোদর গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মো. শফি উল্লাহ রিপন: ফেনীর সোনাগাজীতে এক সনাতনী নারীকে (৪৯) ধর্ষণের অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—প্রধান আসামি রাকিবুল ইসলাম ওরফে সোহাগ (২৬) এবং তার ছোট ভাই মনোয়ারুল ইসলাম ওরফে শিমুল (২২)। তারা স্থানীয় হকার কালাম বাড়ির মো. কামাল উদ্দিন ওরফে সমির ছেলে।

এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন, গত ৮ আগস্ট গভীর রাতে অজ্ঞাত দুই ব্যক্তি কৌশলে তার ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। তারা ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে তার হাত-পা-মুখ বেঁধে ফেলে। এরপর মারধর করে উপুড় করে রাখে। পরে আসামি সোহাগ ধর্ষণ করে।

ভুক্তভোগীর দাবি, তিনি সোহাগের কণ্ঠস্বর ও গালিগালাজ শুনে তাকে শনাক্ত করেছেন। তিনি ধারণা করেছেন, অপরজন সোহাগের ছোট ভাই শিমুল। তার হাতের ঠান্ডা স্পর্শ থেকে তাকে চিনতে পেরেছেন। কয়েক বছর আগে তাকে তিনি প্রাইভেট পড়াতেন।

এছাড়া আসামিরা ওই সময় একজোড়া স্বর্ণের দুল (ওজন ২ আনা), একটি নোকিয়া বাটন মোবাইল, একটি পুরোনো স্মার্টফোন এবং নগদ তিন হাজার টাকা নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই ঘটনার বিষয়ে আসামিদের পরিবার বক্তব্য দিতে রাজি হননি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় সোহাগ ও শিমুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Scroll to Top