সাতক্ষীরা থেকে ঢাকা ফেরার সময় সড়ক দুর্ঘটনা থেকে ৩৫ সাংবাদিক নিরাপদে ফিরে আসায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) শোকরানা দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা সেগুন বাগিচার ক্র্যাব কার্যালয়ের তয় তলায় অনুষ্ঠিত হয় শোকরানা দোয়া ও মোনাজাত। মোনাজাতে সবার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্প্রতি বিজিবির প্রোগাম শেষে ঢাকায় ফেরার পথে সাংবাদিকদের বহনকারী বিজিবির বাস সাতক্ষীরায়-খুলনা মহাসড়কে সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে। ওই বাসে ক্র্যাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ ৩৫ জন সাংবাদিক ছিলেন। দুর্ঘটনায় অনেকেই আহত হলেও অলৌকিকভাবে সবাই প্রাণে বেঁচে যান।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, সহ-সভাপতি উমর ফারুক আল হাদী, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।