এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজশাহীতে ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪০ জন। গতকাল রোববার রাত ১২টার দিকে উপজেলার খড়খড়ি বাইপাস এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাজশাহী-নাটোর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নাসিম আলী (৩২), জুয়ালে রানা (২৮) ও মিজানুর রহমান (২৬)। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর একটি দল মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে পিরোজপুর যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের দুই বাসের সংঘর্ষ হয়। এতে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। আর অপর বাস ও ট্রাক সড়কের ওপর মুখোমুখি অবস্থায় ছিল।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, রাতে ট্রাক-বাসের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।