অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক আজ বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হতে হবে। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।
সচিবালয়ের নবনির্মিত ২০ তলা ভবনের (ভবন-১) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদের এই বৈঠক শেষে ড. ইউনূস সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠকে বসতে পারেন। সেখানে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠক উপলক্ষে সচিবালয়ে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক প্রস্তুতি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার মধ্যে ১ ও ২ নম্বর গেট দিয়ে সচিবালয়ে প্রবেশ করতে হবে।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত বছরের ২০ নভেম্বর প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠক করেন।