সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের আমির মাওলানা ইসমাইল নূরপুরী বলেন, ‘শেখ হাসিনাকে নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। সে সন্ত্রাসী ছিল। ২০১৩ সালে জিকিররত মুসল্লিদের ওপর অতর্কিত হামলা করে অসংখ্য আলেম ও ইসলামপ্রিয় জনতাকে শহীদ করা হয়েছে। শেখ হাসিনা দেশের সব কাঠামো ধ্বংস করে পালিয়েছে। যারা বলে হাসিনা আবার ফিরে আসবে, তাদের স্পষ্ট করে বলতে চাই, তা কখনো সম্ভব না। তা আমরা হতে দেব না।’
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব জালালুদ্দিন আহমাদ, আতাউল্লাহ আমিন, কুরবান আলী, আবদুল আজিজ, শরাফত হুসাইন, মাহবুবুল হক, তোফাজ্জল হুসাইন মিয়াজী, শাহিনুর পাশা চৌধুরী প্রমুখ।