এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় নতুন আরেকটি উচ্চ পর্যায়ের কমিটি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে এই কমিটিতে গণপূর্ত মন্ত্রণালয়, পুলিশ মহাপরিচালক, ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর কর্মকর্তা, বিস্ফোরক বিশেষজ্ঞরা থাকবেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই কমিটি গঠন হয়। কমিটি আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিবে।
বৈঠক শেষে সাংবাদিকদের জানানো হয়, সরকার অগ্নিকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে। কারণ এটা আমাদের সবার নিরাপত্তা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। যে কারণে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিন দিনের সময় দিয়ে উচ্চ পর্যায়ের এই কমিটি করা হয়েছে।
আগুনে ৫ মন্ত্রনালয়ের নথি পুড়ে গেছে বৈঠক শেষে জানানো হয়।