Last Updated:
Sachin Tendulkar with Zakir Hussain- সেদিন অনুষ্ঠানে মঞ্চে সচিন তেন্ডুলকরের সঙ্গে তবলায় সঙ্গত দিয়েছিলেন জাকির হুসেন।
মুম্বই: দুই কিংবদন্তির যুগলবন্দি। এমন দিনে দুর্দান্ত কিছু হবে, সেটাই তো স্বাভাবিক।
সচিন তেন্ডুলকর ও উস্তাদ জাকির হুসেন, দুজন সম্পূর্ণ আলাদা আলাদা পেশার মানুষ। তবে এমন একটা দিনে গিয়েছিল যেদিন এই দুজন মঞ্চে একসঙ্গে পারফর্ম করেছিলেন। সেদিন সচিন ক্রিকেট ব্যাট হাতে নয়, তাল তুলেছিলেন বাদ্যযন্ত্রে।
আরও পড়ুন- বিরাট কোহলি যে ব্যাটে খেলেন, সেটার দাম কত? শুনলে আপনার বিশ্বাস হবে না
আজ থেকে ৭ বছর আগে এক মঞ্চে সচিন উঠেছিলেন স্লিট গং নামের এক বাদ্যযন্ত্র নিয়ে। আর জাকির হুসেন সচিনকে সঙ্গত দেন তাঁর চিরাচরিত তবলার বোলে। সেদিন মঞ্চের নিচে থাকা দর্শকরা শুধুমাত্র হা করে সেই অসাধারণ যুগলবন্দি উপভোগ করেছিলেন।
Sharing the stage with the Ustad & sharing beats that created a rhythm so unique. It’s an experience I’ll hold close to my heart, always pic.twitter.com/V4VSsrKign
— Sachin Tendulkar (@sachin_rt) January 10, 2017
সেই অনুষ্ঠানের ভিডিও ক্লিপস আজও সোশ্যাল মিডিয়ায় ঘোরে। রবিবার রাতে জাকির হুসেনের মৃত্যুসংবাদ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সেই পুরনো ক্লিপস আবার ভাইরাল হতে থাকে। পরে অবশ্য জাকির হুসেনের ভাইপো জানান, তাঁর কিংবদন্তি শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে ঠিকই। তবে তিনি এখনও বেঁচে আছেন।
এদিকে, শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, সংবাদমাধ্যমেও খবর রটে যায়, আমেরিকার এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন জাকির। তবে পরে তাঁর ভাইপোর দাবি অনুযায়ী, এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জাকির হুসেন।
সচিন তেন্ডুলকর একজন প্রকৃত সঙ্গীতশিল্পী। কিশোর কুমার, লতা মঙ্গেশকরের গান ভালবাসেন তিনি। লতা মঙ্গেশকরের সঙ্গে সচিনের সুসম্পর্কের কথা প্রায় সকলেরই জানা। সচিনের আমলে একটা সময় ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে কিশোর কুমারের গান বাজত বলেও শোনা যায়। পরে ধোনির আমলে ড্রেসিংরুমে আরও অনেক শিল্পীর গান বাজতে শুরু করে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
December 15, 2024 11:26 PM IST