সক্রিয় জ্বালামুখের ওপর দড়িতে হাঁটলেন তাঁরা

সক্রিয় জ্বালামুখের ওপর
দড়িতে হাঁটলেন তাঁরা

ভূমি থেকে অনেক ওপরে দড়ি টানানো হয়েছে। সেই দড়ির ওপর দিয়ে ভারসাম্য রক্ষা করে হাঁটছেন দুজন। আর তাঁদের ঠিক নিচে সক্রিয় আগ্নেয়গিরির লাভার উদ্‌গিরণ। উড়ছে ধোঁয়ার কুণ্ডলী। দড়ি থেকে পা ফসকে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত। এই পরিস্থিতিতে হেঁটেছেন দুই ব্যক্তি। এ জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠাতে আবেদন করেছেন তাঁরা।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভানুয়াতুর তান্না দ্বীপের ইয়াসুর আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। সেই আগ্নেয়গিরির ঠিক ওপরে দড়িতে হেঁটেছেন রাফায়েল জুগনো বরিদি ও আলেকজান্ডার শুলজ নামের দুজন।

Scroll to Top