সংস্কার করে নির্বাচনের তাগিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের | চ্যানেল আই অনলাইন

সংস্কার করে নির্বাচনের তাগিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের | চ্যানেল আই অনলাইন

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ান।

শুক্রবার ২১ মার্চ সৌদি আরবের পর্যটন নগরী তায়েফের একটি কমিউনিটি সেন্টারে তায়েফ প্রাদেশিক বিএনপি’র অন্তর্গত স্বরগিয়া থানা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফায় গণহত্যার বিচারসহ রাষ্ট্র পুনর্গঠনে সব ধরনের সংস্কারের কথা বলা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য যতটুকু সংস্কারের প্রয়োজন, তার মধ্যেই সীমাবদ্ধ থেকে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছর বাংলাদেশের সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচিত সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে তিনি মনে করেন। এছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না।

স্বরগিয়া থানা বিএনপি আহ্বায়ক আহসান উল্লাহ মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক আবু সুফিয়ান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি হিসেবে তায়েফ প্রাদেশিক বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ শাজাহান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন স্বরগিয়া থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হোসেন মিয়াসহ তায়েফ প্রাদেশিক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমগণ।

Scroll to Top