বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান সংস্কারের সাফল্য নিয়ে প্রধান উপদেষ্টা ও সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমাজ গবেষণা কেন্দ্রের আলোচনায় তিনি বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে কি কি বিষয়ে সংস্কার করা হবে সেই প্রস্তাবগুলো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ডক্টর ইউনূসের কাছ থেকেই আসা উচিত ছিল। কিন্তু তিনি এবং তার সরকার বিষয়গুলো সুশীল সমাজের কিছু মানুষের হাতে ছেড়ে দিয়েছেন। ওই আলোচনায় আরেক অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, সংস্কারের বদলে বিভ্রান্তি বাড়ছে।
