সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন না দিয়ে ক্রমান্বয়ে সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক সম্মেলনে মির্জা ফখরুল বলেন, জনগনের সমর্থন নিয়ে বিএনপি সরকারে যাবে। যে কাজগুলো অসমাপ্ত আছে সেগুলো করবো। মানুষের বসবাসযোগ্য একটি রাষ্ট্র নির্মাণ করতে চায় বিএনপি।

তিনি বলেন, নতুন রাজনৈতিক দল, তারা দেশকে নতুন ম্যাজিকাল দেশ তৈরি করতে চায়। বিএনপি পারবে এই প্রত্যাশা পূরণ করতে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয় বরং জনগনের মালিকানা ফিরিয়ে দিতে নির্বাচন চায়।

মৌলিক বিষয়গুলো সংস্কার করে প্রতিশ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচন দেয়ার দাবি করে মির্জা ফখরুল ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক বোঝাপড়ায় থাকতে হবে, তা না হলে বিভক্তি তৈরি হবে।

এক বছর পার হলেও শহীদ ও আহতদের সঠিক তালিকা ও পুনর্বাসন করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আহবান জানান, রাজনৈতিক দলগুলোকে কাদা ছোড়াছুড়ি না করে ঐক্যবদ্ধ থাকার।

Scroll to Top