সংস্কার ইস্যুতে বিএনপি সম্পর্কে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে।
রোববার (৬ জুলাই) সকালে চলমান সংস্কার প্রক্রিয়া ও ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্যকর করার কোন প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ।
বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান।
ঐকমত্য কমিশনে আসা নতুন নতুন প্রস্তাবের বিষয়ে শঙ্কা রয়েছে বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।
এসময় বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, জুলাই সনদ আরো আগেই হওয়া সম্ভব ছিল। নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতির বিষয়ে যে আলোচনা চলছে, তা যুক্তিসঙ্গত নয় বলেও মন্তব্য করেন তিনি।