সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সম্ভাব্য সময় জানালেন সিইসি

সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সম্ভাব্য সময় জানালেন সিইসি

আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

আজ শনিবার (৯ আগস্ট) রংপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এরআগে সিইসি রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি বলেন, সিইসি বলেন, তাদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে। জাতির কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে ইসি।

নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে আইন-কানুন মেনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

Scroll to Top