এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেয়া জাতীয় নারী দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সংবর্ধনায় বারবার উঠে এসেছে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের নাম। তাকে ধন্যবাদ জানিয়েছেন অধিনায়ক আফঈদা খন্দকার।
সংবর্ধনায় বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল স্যারকে। সভাপতিসহ নির্বাহী কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। কিরণ ম্যাডামসহ এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ।’
‘এত রাতে আমাদের স্বাগতম জানানোর জন্য, এত সুন্দর আয়োজন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের এই সাফল্য একদিনে আসেনি। যার কথা না বললেই নয়, তিনি আমাদের কিরণ ম্যাডাম। তার এতদিনের চেষ্টার ফল আমরা পাচ্ছি। ব্যক্তিগতভাবে এবং দলের সকল সদস্যের পক্ষ থেকে ম্যাডামকে ধন্যবাদ জানাই।’
‘খুবই ভালো লাগছে, এই মুহুর্তকে কখনও ভোলার নয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আরও ভালো কিছু করতে পারি। শুধু সাউথ এশিয়া নয়, দেশকে যেন আরও অনেক দূর এগিয়ে নিতে পারি।’