
এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার মাঠকর্মীদের আলাদাভাবে পুরস্কার দেওয়া হয়েছে। ফাইনালের দিন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি জয় শাহ বিষয়টি নিশ্চিত করেছিলেন। ম্যাচ শেষে শ্রীলঙ্কার প্রধান মাঠকর্মী গডফ্রে দাবারে সবার পক্ষ থেকে ৫০ হাজার ডলারের স্মারক চেক গ্রহণ করেন। জানা যায়, দাবারে তাঁর অংশের অর্থ সকল মাঠকর্মীর মাঝে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এবারের এশিয়া কাপ পাকিস্তান ও শ্রীলঙ্কা- দুই দেশের যৌথ আয়োজনে ‘হাইব্রিড’ মডেলে অনুষ্ঠিত হয়েছিল। পাকিস্তানে ছিল শুধু ৪ টি ম্যাচ, বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া বেশিরভাগ ম্যাচেই ছিল বৃষ্টির বাঁধা। যেকারণে বেশ ব্যস্ত সময় পার করতে হয়েছে মাঠকর্মীদের।
সূচি অনুযায়ী ক্যান্ডির পাল্লেকেলেতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, আবহাওয়ার কথা চিন্তা করে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তা স্থানান্তর করা হয়। অথচ শুধুমাত্র ফাইনাল হওয়ার কথা ছিল কলম্বোতে। তবে এই স্থানান্তর করায় খুব বেশি লাভ হয়নি। কলম্বোর প্রায় ম্যাচগুলোতে বৃষ্টি বাঁধা দিয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ রিজার্ভ-ডে’তে যাওয়ার ঘটনাও ঘটেছে।
এই সময়গুলোতে শ্রীলঙ্কার মাঠকর্মীরা কঠোর পরিশ্রম করে গেছেন। তারই পুরস্কারস্বরূপ ক্যান্ডি ও কলম্বো- এর মাঠকর্মীদের বোনাস হিসেবে দেওয়া হয়েছিল ৫০ হাজার ডলার। গতকাল ফাইনাল শেষে সেই পুরস্কার তুলে দ্রয়া হয় শ্রীলঙ্কার প্রধান মাঠকর্মী গডফ্রে দাবারে’র হাতে। জানা যায়, দাবারে তাঁর অংশের পুরস্কার সকল মাঠকর্মীদের সাথে ভাগ করে নিবেন বলে ঘোষণা দিয়েছেন।
এছাড়াও ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ফাইনালে ৬ উইকেট তুলে নিয়ে অর্জন করেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। সেই পুরস্কারের অর্থও তিনি মাঠকর্মীদের প্রদান করবেন বলে ঘোষণা দিয়েছেন।