বৃষ্টি থেমেছিল। তবে টানা বৃষ্টি হওয়ায় গলে আজ আর খেলা সম্ভব নয় বলে জানিয়েছেন আম্পায়াররা। তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১৩৬ রান। দলটি আছে ফলো অনে পড়ায় শঙ্কায়।
অস্ট্রেলিয়ার চেয়ে এখনো তারা ৫১৮ রানে পিছিয়ে, ফলো অন এড়াতে হলে করতে হবে আরও ৩১৯ রান। সঙ্গে গলে চতুর্থ দিনে ব্যাটিং করা একটু কঠিন হওয়ারই কথা।