শ্রীলঙ্কার নিষেধাজ্ঞা উঠিয়ে নিল আইসিসি | চ্যানেল আই অনলাইন

শ্রীলঙ্কার নিষেধাজ্ঞা উঠিয়ে নিল আইসিসি | চ্যানেল আই অনলাইন
শ্রীলঙ্কার নিষেধাজ্ঞা উঠিয়ে নিল আইসিসি | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

সরকারি হস্তক্ষেপের কারণে গত নভেম্বরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি। প্রায় দুই মাস পর সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আইসিসি। আজকে থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানায় সংস্থাটি। আইসিসি বলেছে, নিষেধাজ্ঞার পর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে আইসিসির বোর্ড। এখন আর সদস্যপদের কোনো নিয়ম লঙ্ঘন করছে না তারা, সে ব্যাপারে আইসিসির বোর্ড সন্তুষ্ট হয়েছে।

এর আগে ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রামানসিংহে পুরো ক্রিকেট বোর্ডকে বিলুপ্ত ঘোষণা করে বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে অন্তবর্তীকালীন দায়িত্ব বুঝিয়ে দেনি। দেশটির আদালত সেই আদেশ বাতিল করে পুরোনো কর্তাদের বহাল করে।

আদালতের ওই আদেশের দুইদিন পর দেশটির সংসদে সরকারি দল ও বিরোধী দলের সর্বসম্মতিক্রমে বোর্ড সদস্যদের বরখাস্ত করার প্রস্তাব পাস করা হয়। এরপরই আইসিসি বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং দেশটির সদস্য পদ স্থগিত করে।

তবে নিষেধাজ্ঞা দিলেও লঙ্কানদের সব পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অনুমতি দেয় আইসিসি। নিষেধাজ্ঞার কারণে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শ্রীলঙ্কা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সাউথ আফ্রিকায়। তবে সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলেছে তারা।

এ ঘটনার জেরে মন্ত্রিসভা থেকে চলেও যেতে হয়েছে রোশান রামানসিংহেকে। পরে অবশ্য বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে লঙ্কান সরকার। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানান। সেখানে লিখেছেন, ‘আমাদের ওপর আইসিসির দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয়ার লক্ষ্যে আমি আজ শ্রীলঙ্কা ক্রিকেটে অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগের সিদ্ধান্ত তুলে নিতে একটি গেজেটে স্বাক্ষর করেছি।’

Scroll to Top