চারদিনের টেস্ট ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দল প্রথম ইনিংসই শেষ করেছে তৃতীয় দিন সকালে। আইচ মোল্লার সেঞ্চুরির সাথে তিন ফিফটিতে বাংলাদেশ স্কোরবোর্ডে ৫০১ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাব দিতে নেমে শুরুতেই বিপাকে লঙ্কান ব্যাটাররা।
ডাম্বুলার রাঙ্গিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রান্তিক, আইচ, জয়ের ব্যাটে ডাম্বুলা টেস্টের প্রথম দিন ছিল বাংলাদেশের। ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৭ রান জমা করে চারদিনের টেস্টের প্রথম দিন শেষ করে। ফিফটি হাঁকিয়ে আইচ মোল্লা ছিলেন শতকের পথে, পঞ্চাশের অপেক্ষায় থাকেন মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় দিনে ব্যাট হাতে নেমেই জয়ের ব্যাটে পঞ্চাশ পূর্ণ। দাপুটে ব্যাটিংয়ে আইচ দেখা পান সেঞ্চুরির।
মাহমুদুল হাসান জয় অবশ্য উইকেট হারান ব্যক্তিগত ৬৬ রানে। এরপর শাহাদাত হোসেন দিপু এসে সঙ্গ দেন আইচ মোল্লাকে। ফিফটি হাঁকিয়ে ছুটে চলা দিপুও ছিলেন সেঞ্চুরির খুব কাছে। তবে তার ইনিংস যখন ৯৩ রানে, লেগ বিফোরের ফাঁদে হারান উইকেট। ৭ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয় প্যাভিলিয়নে। আইচ মোল্লাও এরপর থাকতে পারেননি বেশিক্ষণ, তারও আক্ষেপ রয়ে গেছে তিন রানের জন্য। দেড়শত রানের মাইলফলক ছোঁয়া হয়নি এই ব্যাটারের।
আগের দিন ৪৪ রানে অপরাজিত থাকা প্রীতম কুমার আজ সকালেই পেয়ে যান ফিফটির দেখা। তাকে ৬৬ রানে ফিরিয়েই লঙ্কান পেসার এসান মালিঙ্গা তুলে নেন ফাই-ফার। ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ ইমার্জিং দলের রান যখন ৫০১, তখন ঘোষণা আসে ইনিংস ডিক্লেয়ারের।
জবাব দিতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই নেই লঙ্কান ওপেনার অভিষেক লিয়ানারাচ্চির উইকেট। শূন্য হাতেই বিদায় নেন অভিষেক, আহমেদ শরিফের বলে ক্যাচ লুফে নেন অধিনায়ক মাহমুদুল হাসান জয়। ৭ম ওভারে স্বাগতিকরা হারায় তিনে নামা পাভান রাথানায়েকের উইকেট। ফেরার আগে তিনি অবশ্য করেচেন ৫ রান। এবার রিপন মন্ডলের বলে ক্যাচ নেন প্রান্তিক নওরোজ নাবিল।
বড় রানের জবাবে শুরুতেই দুই উইকেট হারিয়ে চরম বিপাকে শ্রীলঙ্কা ইমার্জিং দল। ১০ ওভার শেষে লঙ্কানদের স্কোরকার্ডের অবস্থা ৩৫/২।