শ্রীমঙ্গল আবৃ‌ত্তি উৎসব: ক‌বিতার মিলন মেলায় শতবর্ষী ভি‌ক্টো‌রিয়া স্কুল প্রাঙ্গণ | চ্যানেল আই অনলাইন

শ্রীমঙ্গল আবৃ‌ত্তি উৎসব: ক‌বিতার মিলন মেলায় শতবর্ষী ভি‌ক্টো‌রিয়া স্কুল প্রাঙ্গণ | চ্যানেল আই অনলাইন

একেবারে তৃণমূল থেকে প্রায় পাঁচশতাধিক শিশু-কিশোর আবৃত্তিকার নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব-১৪৩১।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) উৎসবটি অনুষ্ঠিত হবে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মুক্তমঞ্চে।

আবৃ‌ত্তি উৎস‌বের প্রধান অ‌তি‌থি শ্রীমঙ্গল উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মো. ইসলাম উ‌দ্দিন বলেন, ‘যে ক‌বিতা ভা‌লোবা‌সে সে দেশ‌প্রেমিক হ‌বে, যে ক‌বিতা ভা‌লোবা‌সে, সে সুনাগ‌রিক হ‌বে, সে দে‌শের মুখ উজ্জ্বল কর‌বে। শুদ্ধ উচ্চারণে তৈ‌রি হ‌বে শুদ্ধ নাগ‌রিক। এই শিশুরাই আমাদের মুখ উজ্জ্বল কর‌বে।’

অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, অধ‌্যাপক মো. সাইফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, প্রাঙ্গণ গ্রু‌পের প্রধান পুলক সূত্রধর। শুক্রবার সকা‌লে উৎস‌বের উ‌দ্বোধন ক‌রেন অধ‌্যাপক সরকারী ক‌লে‌জের অধ‌্যক্ষ প্রফেসর এ‌বিএম মোখ‌লেছুর রহমান।

উৎস‌বের অন‌্যতম সংগঠক, আবৃ‌ত্তিকার দেবাশীষ দাশ জানান, ‌সি‌লেট বিভা‌গে এই প্রথম আবৃ‌ত্তি উৎসব অনু‌ষ্ঠিত হ‌লো। শ্রীমঙ্গ‌লের পাঁচশতা‌ধিক শিশু-‌কি‌শোর আবৃ‌ত্তিকার থে‌কে বাছাই ক‌রে ২৭২ জন শিশু-‌কি‌শোর অংশ নেন দ্বিতীয়বা‌রের ম‌তো অনু‌ষ্ঠিত শ্রীমঙ্গল আবৃ‌ত্তি উৎসবের চূড়ান্ত প্রতি‌যো‌গিতায়।

দিনজু‌ড়ে প্রতি‌যো‌গিতা শে‌ষে বি‌কে‌লে ক‌চিকাঁচার মেলার শিশু‌দের চমৎকার প‌রি‌বেশনার পর শ্রীমঙ্গল আবৃ‌ত্তি সংস‌দ ও ‘পাঠ’ আবৃ‌ত্তি চর্চা কেন্দ্র প‌রি‌বেশন ক‌রে স‌ত্যেন্দ্রনাথ দ‌ত্তের দূ‌রের পাল্লা, রবীন্দ্রনাথ ঠাকু‌রের দেবতার গ্রাস, একক ও দলগত প‌রি‌বেশনা মা, অনুরাগ ও মুক্তপর্ব। দর্শক শ্রোতারা তা‌দের আবৃ‌ত্তি পিনপতন নীরবতায় উপ‌ভোগ ক‌রেন।

ব‌্যতিক্রমধর্মী এই উৎস‌বে প্রতিভাবান আবৃ‌ত্তি‌শিল্পী‌কে খুঁ‌জে বের করার চেষ্টা সফল হ‌য়ে‌ছে উ‌দ্যোক্তা‌দের। আবৃত্তি উৎসব উপল‌ক্ষে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হয় ১৬ টি ভেন্যুতে ৪৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক প্রতিযোগীদের মধ্যে প্রাথমিক বাছাই। বাছাই শে‌ষে পরবর্তী ধা‌পে ২৭২ জন চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ ক‌রেন।

প্রায় একমাস যাবত শ্রীমঙ্গল উপ‌জেলার প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠা‌নে আবৃ‌ত্তি প্রতি‌যো‌গিতার মাধ‌্যমে মূল প্রতি‌যো‌গিতায় উ‌ঠে এ‌সে‌ছে আবৃ‌ত্তিশিল্পী‌দের আগামী প্রজন্ম। প্রতি‌যো‌গিতার মান নির্বাচ‌নেও এ‌নে‌ছেন ভিন্নতা।

রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলা‌মের যে‌কোন ক‌বিতা থে‌কে আবৃ‌ত্তি‌ প্রতি‌যো‌গিতার মধ‌্য দি‌য়ে উৎস‌বের প্রতি‌যো‌গিতা শুরু হয় শিক্ষাপ্রতিষ্ঠান সমূ‌হে ।

এ‌তে অংশ‌গ্রহণ ক‌রে দেওয়ান শামছুল ইসলাম সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয়, ভুরভু‌রিয়া সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয়, পৌরসভা সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয়, ভাড়াউড়া সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয়, ভাড়াউড়া চা বাগান সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয়, যো‌গেন্দ্র ম‌ডেল সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয়, নটর‌ডেম স্কুল এন্ড ক‌লেজ, রে‌সি‌ডে‌ন্সিয়াল ম‌ডেল গার্লস স্কুল এন্ড ক‌লেজ, চন্দ্রনাথ সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয়, বি‌টিআরআই উচ্চ বিদ‌্যালয়, বর্ডারগার্ড পাব‌লিক উচ্চ বিদ‌্যালয়, হাজী র‌শিদ‌ মিয়া মে‌হেরজান উচ্চ বিদ‌্যালয়, বেগম রাছুলজান আব্দুল বারী উচ্চ বিদ‌্যালয়, মোহা‌জেরাবাদ উচ্চ বিদ‌্যালয়, বিষাম‌ণি উচ্চ বিদ‌্যালয়, বর্ডারগার্ড সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয়, ভুনবীর দশরথ উচ্চ বিদ‌্যালয়, ধোবারহাট বাজার উচ্চ বিদ‌্যালয়, মির্জাপুর উচ্চ বিদ‌্যালয়, বৌলাশীর নিম্ন মাধ‌্যমিক বিদ‌্যালয়, আ‌ছিদউল্লআহ উচ্চ বিদ‌্যালয়, সাতগাঁও সামা‌দিয়া আ‌লিম মাদ্রাসা, আব্দুল ওহাব উচ্চ বিদ‌্যালয়, সাতগাঁও উচ্চ বিদ‌্যালয়, সেন্ট মার্থাস উচ্চ বিদ‌্যালয়, শাহ মোস্তফা জা‌মেয়া ইসলা‌মিয়া উচ্চ বিদ‌্যালয়, মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ‌্যালয়, শ্রীমঙ্গল আ‌নোয়ারুল উলুম ফা‌জিল মাদ্রাসা, গাউ‌ছিয়া শা‌ফি‌কিয়া সুন্নীয়া দা‌খিল মাদ্রাসা, উত্তরসুর কুলচন্দ্র সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয়, শ্রীমঙ্গল সরকা‌রী প্রাথ‌মিক বিদ‌্যালয়, আব্দুল গফুর উচ্চ বিদ‌্যালয়, হুগ‌লিয়া উচ্চ বিদ‌্যালয়, রানার উচ্চ বিদ‌্যালয়, ডোবাগাঁও বাহারুল উল‌ুম দা‌খিল মাদ্রাসা, শ্রীমঙ্গল সরকারী বা‌লিকা উচ্চ বিদ‌্যালয়, কা‌কিয়াবাজার উচ্চ বিদ‌্যালয়, ভৈরবগঞ্জ দ্বিপা‌ক্ষিক উচ্চ বিদ‌্যালয়, বরুনা হাজী জালালউ‌দ্দিন উচ্চ বিদ‌্যালয়, সিরাজনগর গাউ‌ছিয়া জে এস এস আর মাদ্রাসা, শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বা‌লিকা বিদ‌্যালয়, ভি‌ক্টো‌রিয়া উচ্চ বিদ‌্যালয়, শ্রীমঙ্গল সরকারী ক‌লেজ, দ্বা‌রিকাপাল ম‌হিলা ক‌লেজ, উপাধ‌্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ ক‌লেজ ও দি বাডস্ রে‌সি‌ডেন্সিয়াল ম‌ডেল স্কুল এন্ড ক‌লেজের ছাত্র-ছাত্রীরা।

Scroll to Top