ব্রাহ্মণবাড়িয়া সরাইলে একটি শ্রমিকবাহী বাস খাদে পড়ে অন্তত ৩৫ জন আহত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের সবাই রাইডার প্রাইভেট লিমিটেড নামের একটি ব্যাগ উৎপাদনকারী কারখানার শ্রমিক। তাঁদের মধ্যে গুরুতর আহত ব্যক্তিরা হলেন আবদুল কুদ্দুস (২৯), আশরাফুল ইসলাম (২৩), ইয়াছিন (২২), ফাতেমা বেগম (২১), রিফাত (২৩), মারিয়া বেগম (২০), প্রদীপ কুমার (২৮), মহসিন (১৯), রাতুল (২৩), খাদিজা আক্তার (১৯), রাসেল মিয়া (২০), জান্নাত আক্তার (২১) ও রফিকুল ইসলাম (৩২)। তাঁদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।