শ্বশুরবাড়ির দাওয়াতে না যাওয়ায় জামাইয়ের বাড়িতে হামলা-ভাঙচুর

শ্বশুরবাড়ির দাওয়াতে না যাওয়ায় জামাইয়ের বাড়িতে হামলা-ভাঙচুর

জুমবাংলা ডেস্ক : শ্বশুরবাড়ির দাওয়াতে না যাওয়ায় জামাইয়ের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ভুক্তভোগী পারভেজ মাতব্বর (২৭) অভিযোগ করেছেন, তার শ্বশুরের মৃত্যুর পর আয়োজিত দোয়া মাহফিলে অংশ না নেয়ায় স্ত্রী মীম আক্তারের বড় ভাই সাকিলের নেতৃত্বে ১০-১২ জন তার বাড়িতে হামলা চালায়। এতে পারভেজসহ তার মা ও বোন আহত হন। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শ্বশুরবাড়ির দাওয়াতে না যাওয়ায় জামাইয়ের বাড়িতে হামলা-ভাঙচুর

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শুক্রবার পারভেজের শ্বশুর মারা যান। তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবারের আয়োজন করা হয়। পারভেজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও পারিবারিক বিরোধের কারণে তিনি যাননি। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীর বড় ভাই শাকিল তার কাছে জবাবদিহি চান, যা একপর্যায়ে বাকবিতণ্ডায় রূপ নেয়। পরে শাকিলের নেতৃত্বে ১০-১২ জন পারভেজের বাড়িতে হামলা চালিয়ে দরজা-জানালা, আসবাবপত্র ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে।

এ বিষয়ে পারভেজ মাতব্বর জানান, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য থাকায় সে বাবার বাড়িতে চলে গেছে। অভিমান করে আমি দোয়া মাহফিলে যাইনি। এই কারণে আমার শ্যালক শাকিল তার লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়েছে এবং আমাকে, আমার মা ও বোনকে মারধর করেছে।

অন্যদিকে, শাকিল দাবি করেছেন তার বোন মীম আক্তার যখন জামাইয়ের বাড়িতে দাওয়াত দিতে যান, তখন পারভেজ তাকে মারধর করে আটকে রাখে। এরপর তিনি গিয়ে বোনকে উদ্ধার করেন। তার দাবি, পারভেজ নিজেই ঘর ভাঙচুর করে এখন তাদের দোষ দিচ্ছেন।

এ ব্যাপারে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, আমি বিষয়টি জানি না, হয়তো ছোটখাটো ঘটনা হওয়ায় আমাকে জানানো হয়নি। তবে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

Scroll to Top