শেষ ম্যাচেও হেরে উইন্ডিজের দিকে তাকিয়ে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

শেষ ম্যাচেও হেরে উইন্ডিজের দিকে তাকিয়ে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ের পঞ্চম ও শেষ ম্যাচেও হেরে গেছে বাংলাদেশ। জিতলে সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট পাবে এমন সমীকরণ ছিল বাংলাদেশের হাতে। তবে সেই ম্যাচে পাকিস্তানের কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ। বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেতে রানরেটের হিসেবে এখন তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজের দিকে।

পাঁচ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে স্বাগতিক পাকিস্তান। পাঁচ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বাংলাদেশ। উইন্ডিজ থাইল্যান্ডের বিপক্ষে জিতলে তাদেরও পয়েন্ট হবে ৬। তবে দুই হারের পরও নেট রানরেটে এগিয়ে বাংলাদেশ, তাদের পয়েন্ট এখন (+০.৬৩৯)।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে টিম টাইগ্রেস। জবাবে ৭ উইকেট ও ৬২ বল হাতে রেখে বড় জয় তুলেছে পাকিস্তান। চতুর্থ ম্যাচ জিতে আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিল পাকিস্তান।

ব্যাটে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান। তবে বাংলাদেশ সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। অপর ওপেনার মুনিবা আলী ফিফটি তুলে নেন। তিনে নামা সিদরা আমীন ৩৭ করে রাবেয়া খানের বলে কাটা পড়েন। তার আগে মুনিবার সাথে ৮০ রানের জুটি গড়েছিলেন সিদরা।

৬৯ রান করে আউট হন মুনিবা। তার আগে আলিয়া রিয়াজের সাথে ৭৪ রানের আরেকটি জুটি গড়েন এ ওপেনার। রিয়াজও পরে ফিফটি তুলে ৫২ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের মারুফা আক্তার, নাহিদা আক্তার এবং রাবেয়া খান একটি করে উইকেট নেন।

এর আগে, টসে জিতে ব্যাটা নামা বাংলাদেশ পড়ে ব্যাটিং বিপর্যয়ে। রিতু মনির সর্বোচ্চ ৪৮ এবং ফাহিমা খাতুনের অপরাজিত ৪৪ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে বাংলাদেশ। শারমিন সুপ্তার ২৪ রানের পর ১৯ রান করেন স্পিনার নাহিদা আক্তার। পাকিস্তানের সাদিয়া ইকবাল ৩টি এবং ফাহিমা সানা ও দিয়ানা বেগ ২টি করে উইকেট নেন।

তবে চতুর্থ ম্যাচে এসে ছন্দপতন হয় বাংলাদেশের। জিতলে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত এমন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় মেয়েরা। বাংলাদেশের ২২৭ রানের জবাবে চার ওভার হাতে রেখে ৩ উইকেটে জয় পায় ক্যারিবীয়রা।

তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আবারও দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে টিম টাইগ্রেস। আগে ব্যাট করা বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে জ্যোতির ৮৩ রানের ঝড় ইনিংসে ২৭৬ রান তোলে। থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রানের রেকর্ড টপকে বাংলাদেশের মেয়েরা গড়ে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।

দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মেয়েদের সাথে রোমাঞ্চকর ম্যাচ হয় নিগার সুলতানা জ্যোতিদের। আগে ব্যাট করা আইরিশরা ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান করে। জবাবে রিতু মনির রোমাঞ্চকর এক ইনিংসে ২ উইকেটের জয় পায় বাংলাদেশ।

প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়েছিল বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান ছিল বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। পরে থাইল্যান্ডের মেয়েদের ৯৩ রানে গুড়িয়ে ১৭৮ রানের বিশাল জয় তোলে লাল-সবুজের মেয়েরা। রানের দিক থেকে যা বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানে জয়।

ভারতের মাটিতে চলতি বছরের নভেম্বরে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব শেষে সেখানে জায়গা করে নেবে দুদল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে।

Scroll to Top