শেষ টি-টুয়েন্টি থেকে ছিটকে গেলেন ওয়ার্নার | চ্যানেল আই অনলাইন

শেষ টি-টুয়েন্টি থেকে ছিটকে গেলেন ওয়ার্নার | চ্যানেল আই অনলাইন
শেষ টি-টুয়েন্টি থেকে ছিটকে গেলেন ওয়ার্নার | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টুয়েন্টিতে পেশির চোটের কারণে খেলতে পারবেন না ডেভিড ওয়ার্নার। তবে আগামী মাসে শুরু হতে যাওয়া আইপিএলের আগে অভিজ্ঞ অজি ওপেনার সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

অকল্যান্ডে শুক্রবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ওয়ার্নার একাদশে ছিলেন না। তবে সেটি চোটের জন্য নয়। টানা খেলার ধকল সামলানোর জন্য ৩৭ বর্ষী খেলোয়াড়কে বিশ্রাম দেয়া হয়।

ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতিতে বলেছে, ওয়ার্নারের সেরে উঠতে সংক্ষিপ্ত সময় লাগবে। ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ও তার আগে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার খেলাকে এটি প্রভাবিত করবে না।

ওয়েলিংটনে প্রথম টি-টুয়েন্টিতে ২০ বলে ৩২ রানের ইনিংস খেলা ওয়ার্নার আগেই জানিয়েছেন, টি-টুয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নেবেন। দ্বিতীয় ম্যাচে বিশ্রাম ও তৃতীয় ম্যাচের আগে চোটের কারণে ছিটকে যাওয়ায় ক্যাঙ্গারুদের এ ক্রিকেটারের কোনো দ্বিপাক্ষিক সিরিজে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেল। ধারণা করা হচ্ছে, বাঁহাতি ব্যাটারের পুরোপুরি সেরে উঠতে ৭-১০ দিন সময় লাগতে পারে বলে।

বিজ্ঞাপন

Reneta April 2023

টেস্ট সিরিজের আগে রোববার অকল্যান্ডে হতে যাওয়া টি-টুয়েন্টিতে বিশ্রামে যেতে পারেন। এমনটি হলে ম্যাথু ওয়েড দলের নেতৃত্ব দেবেন। প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউডও প্রথম দুটি ম্যাচ খেলার পর তৃতীয়টিতে ড্রেসিং রুমে কাটাতে পারেন। এক্ষেত্রে মিচেল স্টার্ক এবং স্পেন্সার জনসনের একাদশে আসার সুযোগ থাকবে।

Scroll to Top