যদি টপ অর্ডার ও রকম ভেঙে না পড়ত, যদি আরও ৩০-৪০টা রান করা যেত, যদি শারীরিক ও মানসিকভাবে নিজেদের আরেকটু উজ্জীবিত রাখা যেত…।
এ রকম কিছু অপ্রাপ্তির আফসোস নিয়েই কাল রাতে দুবাই ছেড়েছে বাংলাদেশ দল। আজ আপনি যখন এই প্রতিবেদন পড়ছেন, তারা তখন নতুন দেশের নতুন শহরে নতুন দিনে প্রবেশ করে গেছে।
দুবাইয়ে বাংলাদেশের একটিই ম্যাচ ছিল। বাংলাদেশ আবার আলোঝলমলে এই শহরে খেলতে আসতে পারে কেবল ভারতকে নিয়ে ফাইনালে উঠতে পারলে। গ্রুপে নিজেদের বাকি দুটি ম্যাচই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। ২৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান।