শেষ ওভারে রুদ্ধশ্বাস লড়াই, রাজস্থানকে ১ রানে হারাল কলকাতা | চ্যানেল আই অনলাইন

শেষ ওভারে রুদ্ধশ্বাস লড়াই, রাজস্থানকে ১ রানে হারাল কলকাতা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে রাজস্থানের দরকার ছিল ২২ রান। প্রথম বলে দুই রান নেন জোফরা আর্চার। দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে শুভম দুবেকে স্ট্রাইক দেন। ৪ বলে দরকার ১৯ রান, কলকাতার অনুকূলেই ম্যাচ। তবে পরের তিন বলে বৈভব আরোরাকে দুই ছক্কা ও একটি চার হাঁকান দুবে। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পরিণত হয় শেষ বল। শেষ বলে রাজস্থানের দরকার ছিল তিন রান। লং অফে বল পাঠান দুবে। প্রথম রানটি ঠিক ঠাক নিলেও দ্বিতীয় রান পূর্ণ করতে পারেননি। ১ রানে হেরে যায় রাজস্থান।

ইডেন গার্ডেন্সে টসে জিতে আগে ব্যাটে নামে কলকাতা। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ২০৬ রান করে স্বাগতিক দলটি। জবাবে নেমে ৮ উইকেটে ২০৫ রানে থামে রাজস্থানের ইনিংস।

কলকাতার হয়ে আন্দ্রে রাসেল ফিফটি করেছেন। চারটি চার ও ছয়টি ছক্কায় ২৫ বলে ৫৭ রান করেন ক্যারিবীয় এই ব্যাটার। অঙ্গকৃষ রঘুবংশী ৩১ বলে ৪৪ রান করেন। এছাড়া রহমানুল্লাহ গুরবাজ ৩৫ রান এবং আজিঙ্কা রাহানে ৩০ রান করেন।

রাজস্থান বোলারদের হয়ে জোফরা আর্চার, যুদভীর সিং, মাহেশ থিকসানা ও রিয়ান পরাগ একটি করে উইকেট নেন।

জবাবে নেমে টপঅর্ডারদের ব্যর্থতার ভীড়ে দারুণ করেন রিয়ান পরাগ। ছয়টি চার ও ৮টি ছক্কায় ৪৫ বলে ৯৫ রানের ইনিংস খেলেন। এছাড়া যশ্বী জয়সওয়াল ২১ বলে ৩৪ রান, শিমরন হেটম্যায়ার ২৩ বলে ২৯ রান এবং শুভম দুবে ১৪ বলে ২৫ রান করেন।

কলকাতা বোলারদের মধ্যে মঈন আলী, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন। এছাড়া বৈভব আরোরা নেন এক উইকেট।

Scroll to Top