শেষ ওডিআইতে নিজের জাত চেনালেন শরিফুল

শেষ ওডিআইতে নিজের জাত চেনালেন শরিফুল
KSRM

অনেক দিন ধরেই দলে আসা যাওয়ার মধ্যে ছিলেন। বাজে পারফর্মেন্সের কারনে গত ইংল্যান্ড ও আয়ারল্যান্ড দলে জায়গা পাননি। মাঝেমধ্যে উইকেট পেয়েছেন, কিন্তু লাইন লেন্থে ছিলেন অনিয়মিত, রান দিতেন প্রচুর। কিন্তু আজকের শরিফুল যেন ভিন্ন কেউ। লাইন, লেন্থ, ভেরিয়েশনে এমন মুন্সিয়ানা আগে দেখিয়েছেন কখনও শরিফুল?

Labaid
Scroll to Top