শেরপুরে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ২ জন নিহত হয়েছে। শুক্রবার ১৫ আগস্ট সকালে ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার বলাইরচর ইউনিয়নের ধোবারচর এলাকার ছনকান্দা গ্রামের কৃষক আনোয়ার হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম (৪০) এবং নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের মইছ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ।
শেরপুর সদর উপজেলার বলাইরচর ইউনিয়নের বলাইরচর ইউনিয়নের স্থানীয় ইউপি মেম্বার মো. আব্দুল আজিজ জানান, মনোয়ারা বেগম শুক্রবার বেলা ১২টার দিকে দুই বোন ও ২ বছর বয়সী ছোট মেয়েকে সঙ্গে নিয়ে অটোরিকশায় করে বারোদুয়ারি মসজিদে যাচ্ছিলেন। এসময় ধোবারচর চৌরাস্তার মোড়ে অটেরিকশার চাকা ও মোটরে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে মনোয়ারা বেগমের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
অপরদিকে, নালিতাবাড়ী উপজেলার কালাকুমা বৈশাখী বাজারের কাছে অটোরিকশার ধাক্কায় আব্দুল্লাহ নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর বারোটার দিকে একটি দ্রুতগতির অটোরিকশা নালিতাবাড়ীর চারালি বাজার থেকে পানিহাতার দিকে যাচ্ছিল। এসময় রাস্তার পাশে থাকা শিশু আব্দুল্লাহকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুমু জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।