আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউরোপের দুই দেশ রোমানিয়া এবং বুলগেরিয়াকে ইউরোপীয় ইউনিয়নের শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্যপদ দেয়া হয়েছে।
ডয়চে ভেলের খবরে বলা হয়, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ব্রাসেলসে ইইউ’র স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দেশ দুটোকে সর্বসম্মতিক্রমে শেনজেনভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
হাঙ্গেরির স্বরাষ্ট্রমন্ত্রী সান্দোর পিন্টার বলেছেন, শেষ পর্যন্ত রোমানিয়া এবং বুলগেরিয়াকে স্বাগত জানাতে পারা একটি ঐতিহাসিক বিষয়।
গত মার্চ থেকে দেশ দুটোকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এর অংশ হিসেবে সেসময় দেশ দুটোর বিমান ও সমুদ্রবন্দরে ভিসা, পাসপোর্ট চেক করার বিষয়টি তুলে নেওয়া হয়েছিল। শুধুমাত্র স্থলপথ দিয়ে যাতায়াতকারীদের বেলায়-ই ভিসা, পাসপোর্ট চেক করা হতো।
২০০৭ সাল থেকেই রোমানিয়া ও বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং ২০১০ সালে দেশ দুটি শেনজেনভুক্ত হওয়ার শর্ত পূরণ করেছে। তবে অভিবাসন সংকটের কারণ দেখিয়ে দেশ দুটিকে শেনজেনে যুক্ত হতে ভেটো দিচ্ছিল জোটের কয়েক সদস্য দেশ।
সর্বশেষ ২০২২ সাল থেকে অস্ট্রিয়ার বাধার মুখে আটকে ছিল দেশ দুটির সদস্যপদ। শেষ পর্যন্ত বৃহস্পতিবারের ভোটাভুটির আগেই সবুজ সংকেত দেয় ভিয়েনা।
১৯৮৫ সালে শেনজেন অঞ্চল প্রতিষ্ঠা করা হয়। এতোদিন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ছিলো ২৭। এতে ইইউর ২৭ সদস্যের ২৩টি অন্তভুক্ত। ইইউর সদস্য নয়—এমন চারটি দেশ (সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও লিচটেনস্টেইন) শেনজেন অঞ্চলের অন্তভুক্ত।