শেখ রেহানার স্বামী ও ছেলের নামে থাকা গাজীপুরের জমি জব্দের আদেশ | চ্যানেল আই অনলাইন

শেখ রেহানার স্বামী ও ছেলের নামে থাকা গাজীপুরের জমি জব্দের আদেশ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী সফিক আহমেদ সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে গাজীপুরে থাকা ৩৫৪ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব।

এ জমির বাজারমূল্য দেখানো হয়েছে এক কোটি ৯৫ লাখ সাত হাজার টাকা।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এসব তথ্য দিয়েছেন।

দুদকের পক্ষে জমি জব্দের আবেদনটি করেন কমিশনের উপপরিচালক মনিরুল ইসলাম।

আবেদনে বলা হয়, সফিক আহমেদ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

অনুসন্ধানে জানা গেছে, তাদের মালিকানাধীন স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

দুদক বলছে,  এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ কারণে এসব সম্পদ জব্দ করা প্রয়োজন।

Scroll to Top