শেখার জন্য নয়, শিরোপা জিততে অস্ট্রেলিয়া যাচ্ছেন সোহান | চ্যানেল আই অনলাইন

শেখার জন্য নয়, শিরোপা জিততে অস্ট্রেলিয়া যাচ্ছেন সোহান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আইসিসির পূর্ণসদস্য হিসেবে ২৫ বছর পার করে দিলেও অস্ট্রেলিয়ায় খুব বেশি খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। জাতীয় দলের না হলেও টানা দ্বিতীয় বছরে দেশটিতে খেলতে যাচ্ছেন জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটাররা, গত বছরের পর এবারও টপ এন্ড টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে চলেছে লাল-সবুজ দল। সাত দলের আসরে শিরোপা জয়ই লক্ষ্য, জানালেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

বৃহস্পতিবার ও শুক্রবার দুই গ্রুপে ভাগ হয়ে দেশ ছাড়বে বাংলাদেশ দলটি। বুধবার সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সোহান। প্রশ্ন যায় অস্ট্রেলিয়ায় যেহেতু খেলার সুযোগ মেলে না, এটা শেখার জন্য বড় মঞ্চ কিনা।

সোহান জানিয়ে দিলেন শেখার জন্য নয়, শিরোপা জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া যাচ্ছে দল। উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘শেখার প্রক্রিয়ায় খুব একটা বিশ্বাস করি না। আমরা শিখছি, শিখব, এটা তো জীবনেরই অংশ। যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, আমার মনে হয় মূল লক্ষ্য হওয়া উচিত ফাইনাল খেলা। আমাদের দলের প্রতিটা খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সবার লক্ষ্যই ট্রফি জেতা।’

গ্লোবাল টি-টুয়েন্টি লিগে খেলতে যাওয়া প্রসঙ্গে সোহান বলেছেন, ‘আমি একটা কথা পরিষ্কার করতে চাই। গ্লোবাল টি-টুয়েন্টি আমার অগ্রাধিকারে ছিল না। গ্লোবাল টি-টুয়েন্টির জন্য জাতীয় দলে ছিলাম না, বিষয়টা এমন না। চট্টগ্রামে ক্যাম্প করেছি, সিরিজ থেকে বাদ পড়ার পর গ্লোবাল টি-টুয়েন্টিতে খেলার সিদ্ধান্ত নেই।’

‘ফাঁকা ছিলাম, বাসায় বসে থাকার চেয়ে গ্লোবাল টি-টুয়েন্টিতে খেলা ভালো, সেজন্য তখন এটা নিয়ে চিন্তা করেছি। অনেক সময় এরকম কথা (গ্লোবাল টি-টুয়েন্টি লিগের জন্য জাতীয় দলে নেই) শুনেছি। কিন্তু এটা নিয়ে আমার কারো সঙ্গে কথা হয়নি। না নির্বাচক, না টিম ম্যানেজমেন্ট, না রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট। প্রতিটা খেলোয়াড়েরই প্রথম অগ্রাধিকার থাকে জাতীয় দলে খেলা।’

Scroll to Top