শুল্ক ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেছেন: যুক্তরাষ্ট্র একপেশে শুল্কারোপ করেছে। মুলত বাণিজ্য ঘাটতির জন্য তারা এটা করেছে। যুক্তরাষ্ট্র একটা নির্দিষ্ট পরিকল্পনা চায়। সেটা আলোচনা করতে অর্থ উপদেষ্টাসহ অন্যরা যুক্তরাষ্ট্রে যাবেন।
যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সেবা পণ্য গুলো ট্রাম্প প্রশাসন বিবেচনায় নেয়নি মন্তব্য করে বশিরউদ্দীন বলেন: আমরা যে সেবাপণ্য আমদানি করি তা যোগ করলে ঘাটতি কমবে।
অর্থ উপদেষ্টার সফরের কী কী বিষয় নিয়ে আলোচনা হবে জানতে চাইলে তিনি বলেন: শুল্ক ও অশুল্ক বাধা দূর করাসহ তিনটি বিষয়ে আলোচনা হবে।
বাজারে নিত্যপণ্যের দামে আবার উর্ধ্বগতি দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে জনসাধারণের জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠতে পারে। এমন প্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করা হলে বাণিজ্য উপদেষ্টা বলেন: সামগ্রিকভাবে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে পারলে যে দাম বেড়েছে তা সহনীয় থাকবে।