ঢাকাপ্রতিদিন বিনোদন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’এর ২৩তম আসর। পাঁচ দিনব্যাপী এ উৎসব চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিবারের মতো এবারও উৎসবের আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে। প্রতিদিন প্রদর্শিত হবে চারটি সিনেমা।
ভাষার মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে বাংলা সিনেমার প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। এবার শুরু হয়েছে উৎসবের ২৩তম আসর। গতকাল রাজধানীর টিএসসি প্রাঙ্গণে সুভাস দত্তের ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ সিনেমা দিয়ে উদ্বোধন হয়। উৎসবের প্রথমদিন আরও প্রদর্শিত হয়েছে আমজাদ হোসেনের ‘ভাত দে’, আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘লাইভ ফ্রম ঢাকা’ ও জয়া আহসান অভিনীত নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’।
ঢাকাপ্রতিদিন/এআর