
আইভিএফ নিয়ে পরিবর্তিত দৃষ্টিভঙ্গি: চেন্নাই বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ-এর ফার্টিলিটি বিশেষজ্ঞ ডা. শয়না উসমান আলির বিশ্বাস, আইভিএফ এখন আর শুধুমাত্র সেই সমস্ত দম্পতিদের জন্য সমাধান নয়, যাঁরা স্বাভাবিক ভাবে সন্তানধারণ করতে পারছেন না। তাঁর ব্যাখ্যা, বেশ কিছু দম্পতি এখন অ্যানিউপ্লয়েডির জন্য প্রি-ইমপ্ল্যান্টেশন জেনেটিক টেস্টিং (PGT-A) ব্যবহার করে জেনেটিক অস্বাভাবিকতার জন্য ভ্রূণ পরীক্ষা করতে আইভিএফ-এর পথ অবলম্বন করছেন। এই উন্নত স্ক্রিনিং কৌশলটি নির্দিষ্ট জিনগত অবস্থার সংক্রমণ রোধ করতে সাহায্য করে, যা দম্পতিদের নিজেদের ভবিষ্যৎ সন্তানের স্বাস্থ্য সুরক্ষিত করার সুযোগ দেয়। (Representative Image: AI)