শুটিংয়ে আহত হয়ে হাসপাতালে কেট উইন্সলেট

শুটিংয়ে আহত হয়ে হাসপাতালে কেট উইন্সলেট
Nagod
Bkash July

ক্রোয়েশিয়ায় ‘লি’ সিনেমার শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন তিনি।

জানা গেছে, শুটিং-এর সময় পা পিছলে পড়ে গিয়েছেন কেট উইন্সলেট। এরপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুত্বর নয়। তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো। চলতি সপ্তাহেই শুটিং-এ ফিরবেন অভিনেত্রী।

Sarkas

‘লি’ ছবিতে লি মিলারের চরিত্রে অভিনয় করছেন কেট। লি এককালে ‘ভোগ’ পত্রিকার মডেল ছিলেন। পরে ফটো সাংবাদিকের চাকরি নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পত্রিকার হয়ে বহু ছবি তোলেন তিনি।

ছবিটির পরিচালনা করছেন এলেন কুরাস। কেট ছাড়াও ছবিতে রয়েছেন জুড ল, মারিয়ন কোটিলার্ড, জশ ও’কনর।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

BSH

Scroll to Top