শীর্ষেই আর্জেন্টিনা, ইউরো জিতে সেরা তিনে স্পেন | চ্যানেল আই অনলাইন

শীর্ষেই আর্জেন্টিনা, ইউরো জিতে সেরা তিনে স্পেন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড চতুর্থ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে স্পেনের। ফিফা প্রকাশিত সবশেষ র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে দলটি। স্পেনের একধাপ আগে দুইয়ে অবস্থান করছে সেমিফাইনালে হারা ফ্রান্স।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শীর্ষে রয়েছে। লিওনেল মেসিরা সবশেষ কোপা আমেরিকার আসরে টানা দুইটি শিরোপা জিতে রেকর্ড করেছে। ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছিল কোপার বর্তমান চ্যাম্পিয়নরা। প্রকাশিত তালিকার সেরা দশে আছে ব্রাজিল।

শিরোপা হাতছাড়া হয়ে এক ধাপ নিচে নেমে গেছে ইংল্যান্ড। দলটির বর্তমান অবস্থান চার। এরপরেই রয়েছে ব্রাজিল। কোপার কোয়ার্টার ফাইনালে বাদ পড়া ভেনেজুয়েলা সবচেয়ে বেশি উন্নতি করেছে। দলটি ২০ ধাপ এগিয়ে ৩৭ থেকে ১৭ তে উঠে এসেছে।

ইউরোর কোয়ার্টার ফাইনাল খেলা তুরস্ক ২৬ থেকে ১৬তে উঠে এসেছে। তবে অবনতি হয়েছে কোপার আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের। দলটি পাঁচ ধাপ পিছিয়ে ১১ থেকে ১৬তে চলে গেছে।

ফিফা প্রকাশিত সবশেষ র‌্যাঙ্কিংয়ের অবস্থান (সেরা পাঁচ)

১. আর্জেন্টিনা
২. ফ্রান্স
৩. স্পেন
৪. ইংল্যান্ড
৫. ব্রাজিল

Scroll to Top