এই বৈষম্য দূর করতে হলে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। দরিদ্র পরিবারগুলোকে সহায়তা, প্রাথমিক শিক্ষায় সব শিশুর অংশগ্রহণ নিশ্চিত করা এবং কঠোর নজরদারি ও আইন প্রয়োগের মাধ্যমেই শিশুশ্রমের অভিশাপ থেকে মুক্তি সম্ভব। আমরা যেন ভুলে না যাই, প্রতিটি শিশু এক একটি সম্ভাবনার নাম। তাদের হাতে কাজের ভার নয়, তুলে দিতে হবে স্বপ্ন গড়ার সরঞ্জাম।
