শিল্পীদের হয়রানি বন্ধের দাবি জানিয়ে যা বললো শিল্পী সংঘ | চ্যানেল আই অনলাইন

শিল্পীদের হয়রানি বন্ধের দাবি জানিয়ে যা বললো শিল্পী সংঘ | চ্যানেল আই অনলাইন

সম্প্রতি অভিনয়শিল্পীদের বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক মামলা, হয়রানি এবং গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অভিনয় শিল্পী সংঘ।

রবিবার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

এমন প্রেক্ষাপটে এক বিবৃতিতে অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, “সমাজ তথা রাষ্ট্রের সেবা ও স্বার্থ সংরক্ষণে অভিনয়শিল্পীরা সর্বদা সোচ্চার ও সচেতন। শুধু তাই নয়, যে কোন মানবিক প্রয়োজনেও অভিনয়শিল্পীদের ভূমিকা অনস্বীকার্য। সুতরাং এই শিল্পীদের স্বার্থ ও সম্মান সংরক্ষণ করাও সমাজ তথা রাষ্ট্রেরই নৈতিক দায়িত্ব বলে আমরা বিশ্বাস করি।”

বিবৃতিতে আরও বলা হয়, “অভিনয়শিল্পীদের বিরুদ্ধে হয়রানিমূলক গ্রেফতার, মামলা ও হামলায় তৈরী হয় নানা উদ্বেগ এবং উৎকণ্ঠা। যা শিল্পী ও তাঁর পরিবারের স্বাভাবিক জীবনাচারকে করে বিঘ্নিত ও অসহায়। পাশাপাশি সামাজিক জীবনেও তৈরী হয় নানা বিশৃঙ্খলা। তাই শিল্পী সমাজের ভাবমূর্তি ক্ষুন্ন করার সংঘবদ্ধ চলমান অপচেষ্টা বন্ধ হোক। এই ব্যাপারে আমরা সরকারের কাছে ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন কর্মপন্থা প্রত্যাশা করছি।”

অভিনয়শিল্পী সংঘ তাদের বিবৃতির শেষে জানায়, “আমরা সর্বদা ন্যায়ের প্রতি শ্রদ্ধাশীল।”

থাইল্যান্ড যাওয়ার আগে রবিবার (১৮ মে) দুপুরে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার (১৯ মে) আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর পরই গভীর উদ্বেগ প্রতিবাদে সরব হচ্ছে শোবিজ অঙ্গনের মানুষেরা। তাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন নির্মাতা ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, আশফাক নিপুনসহ বহু তারকা নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

Scroll to Top