শিলিগুড়িতে চালু নতুন পোর্টাল! সুবিধা পাবেন বাসিন্দারা, নিরাপত্তা বাড়ল কয়েকগুণ, জানুন

শিলিগুড়িতে চালু নতুন পোর্টাল! সুবিধা পাবেন বাসিন্দারা, নিরাপত্তা বাড়ল কয়েকগুণ, জানুন

Last Updated:

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও শিলিগুড়ি পৌরনিগমের যৌথ উদ্যোগে এই পোর্টাল আনুষ্ঠানিকভাবে চালু হয় শনিবার ভেনাস মোরে রাখিবন্ধন উৎসবের অনুষ্ঠানে।

+

শিলিগুড়িতে চালু নতুন পোর্টাল! সুবিধা পাবেন বাসিন্দারা, নিরাপত্তা বাড়ল কয়েকগুণ, জানুন

শহরের নিরাপত্তায় নতুন উদ্যোগ!

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শহরের নিরাপত্তা বাড়াতে ও অপরাধ দমনে সহায়তার লক্ষ্যে চালু হল Siliguri Tenant Information Portal। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও শিলিগুড়ি পৌরনিগমের যৌথ উদ্যোগে এই পোর্টাল আনুষ্ঠানিকভাবে চালু হয় শনিবার ভেনাস মোড়ে রাখিবন্ধন উৎসবের অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, SJDA চেয়ারম্যান দিলীপ দুগ্গার, পুলিশ কমিশনার সি. সুধাকর সহ শীর্ষ পুলিশ আধিকারিকরা।

পোর্টালের মাধ্যমে শহরের বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, নাম, ঠিকানা ইত্যাদি অনলাইনে জমা রাখা হবে। উদ্দেশ্য, শহরে বাইরে থেকে এসে বসবাসকারী ব্যক্তিদের নথিভুক্ত করা, যাতে প্রয়োজনে পুলিশ দ্রুত তাদের পরিচয় যাচাই করতে পারে।

শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, ১৫ আগস্টের পর থেকে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বাড়ি-বাড়ি সচেতনতা বাড়ানো হবে। মানুষ চাইলে বাড়ি থেকেই অনলাইনে তথ্য জমা দিতে পারবেন। পাশাপাশি পৌরকর্মীরা সরাসরি গিয়ে আবেদন করতে অনুরোধ করবেন এবং বিভিন্ন জায়গায় ক্যাম্প বসানো হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

পুলিশ কমিশনার সি. সুধাকর জানান, শহরের নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বাইরের মানুষের তথ্য সরকারের কাছে থাকা অত্যন্ত জরুরি, যাতে অপরাধ প্রতিরোধে তা কাজে লাগে।

শিলিগুড়িতে অপরাধ নিয়ন্ত্রণ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে Siliguri Tenant Information Portal চালুর এই পদক্ষেপ নিঃসন্দেহে সময়োপযোগী। বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের নথি ডিজিটালি সংরক্ষণের মাধ্যমে পুলিশের হাতে আগে থেকেই প্রয়োজনীয় তথ্য পৌঁছে যাবে, যা তদন্ত ও অপরাধ প্রতিরোধে বড় ভূমিকা নেবে। তবে এই প্রকল্প সফল করতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও সমান সচেতন ও সহযোগিতাপূর্ণ হতে হবে।

Scroll to Top