এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অপেক্ষার অবসান হল। প্রথমবার বাংলাদেশ জার্সি পরে ম্যাচে নেমেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে শুরুর একাদশে আছেন তিনি। তবে শুরুর একাদশে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া।
মঙ্গলবার শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাড়ে ৭টায় ম্যাচ শুরু হবে। জামাল শুরুর একাদশে না থাকায় ডিফেন্ডার তপু বর্মণের নেতৃত্বে খেলবে বাংলাদেশ।
;
মিডফিল্ডে খেলবেন হামজা। তার সঙ্গী মজিবুর রহমান জনি ও হৃদয়। আক্রমণে রাকিব-মোরসালিনের সাথে আছেন শাহরিয়ার ইমন। গোলবারের দায়িত্ব সামলাবেন মিতুল মারমা। রক্ষণে তপুর সঙ্গী তারিক কাজী, শাকিল তপু ও সাদ উদ্দিন।
বাংলাদেশ একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, শাকিল তপু, সাদ উদ্দিন, হৃদয়, হামজা চৌধুরী, রাকিব হোসেন, মজিবুর রহমান জনি, মোরসালিন, রাকিব ও শাহরিয়ার ইমন।