শিরোপা ব্রাজিল নাকি আর্জেন্টিনার, অপেক্ষা শেষ ম্যাচের | চ্যানেল আই অনলাইন

শিরোপা ব্রাজিল নাকি আর্জেন্টিনার, অপেক্ষা শেষ ম্যাচের | চ্যানেল আই অনলাইন

সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনাল রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচে নামার আগে দুদলের সমীকরণ ছিল জয়ী দলটি শিরোপা জয়ের পথে এক পা এগিয়ে যাবে। সেই মহারণে জয়ের দেখা পেল না কেউই। পয়েন্ট ভাগ করে মাঠ ছেড়ে তারা। এখন শিরোপা ব্রাজিল নাকি আর্জেন্টিনার ঘরে যাবে, সেজন্য অপেক্ষা করতে হচ্ছে শেষ ম্যাচের ফল পর্যন্ত।

এস্তাদিও ন্যাসিওনাল ব্রিগিডো ইরিয়ার্তে শুক্রবার সকালে ব্রাজিল-আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করেছে। শিরোপা নির্ধারণ অমীমাংসিত থেকে গেল আপাতত। প্রতিযোগিতার শেষ ম্যাচে রোববার ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। ওইদিন মিলবে চ্যাম্পিয়নের খোঁজ।

এই ড্রয়ে ব্রাজিলের পয়েন্ট ৪ ম্যাচে ১০। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আর্জেন্টিনা। ব্রাজিল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ১২ বার, আর আর্জেন্টিনা ৫ বার।

বিরতির আগে ৪০ মিনিটে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করেন ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া মিডফিল্ডার ক্লোদিও এচেভেরি (এখন ধারে খেলছেন পুরনো ক্লাব রিভার প্লেটে)। গ্রুপপর্বে ব্রাজিলের বিপক্ষে ৬-০ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন এচেভেরি। টুর্নামেন্টে তার গোল এখন ৫টি।

ব্রাজিল সমতা ফেরায় ৭৮ মিনিটে। রায়ানের গোলের সঙ্গে ম্যাচে ফেরে উত্তেজনাও। শেষপর্যন্ত ১-১ সমতায় শেষ হয়।

Scroll to Top