বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন।
শনিবার ৬ সেপ্টেম্বর দুপুরে রায়পুর উপজেলা ও রায়পুর পৌর বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, গতানুগতিকভাবে রাজনীতি করার সুযোগ নেই। আগামীতে স্কুলে যেভাবে পরীক্ষা দিতে হয়, সেভাবে পরীক্ষা দিয়ে কমিটিতে ঢুকতে হবে।
এবিএম জিলানীর সভাপতিত্বে এবং নাজমুল ইসলাম মিঠু ও সফিকুল আলম মিঠুর সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপি যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর শামীম, বিশেষ অতিথি ছিলেন শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজাম, জেলা বিএনপি আহ্বায়ক সাহাবুদ্দিন সাবু, বাফুফে পরিচালক অহিদ উদ্দীন হ্যাপি চৌধুরী, জেলা জামায়াতে ইসলামী আমির মাস্টার রুহুল আমিন ভূইঁয়াসহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ।
তবে সম্মেলনকে ঘিরে আগামী নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে আবুল খায়ের ভূঁইয়াকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।