শিক্ষা উপদেষ্টার সঙ্গে কওমি শিক্ষা বোর্ডের প্রতিনিধিদলের সাক্ষাৎ

শিক্ষা উপদেষ্টার সঙ্গে কওমি শিক্ষা বোর্ডের প্রতিনিধিদলের সাক্ষাৎ

এ ছাড়া প্রতিনিধিদল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগ, ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামি গবেষণা কেন্দ্রসমূহে নিয়োগ, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মসজিদের ইমাম ও খতিব পদে নিয়োগসহ আরও কিছু প্রতিষ্ঠানে কওমি মাদ্রাসার সনদধারীদের নিয়োগ দেওয়ার বিষয়ে যৌক্তিকতা তুলে ধরে।

প্রতিনিধিদলের দাবির সঙ্গে একমত পোষণ করে ধর্ম উপদেষ্টা বলেন, কওমি মাদ্রাসার সনদপ্রাপ্ত আলেমগণ সৎ ও দেশপ্রেমিক। তাঁদের দেশ ও জাতির সেবার সুযোগ দেওয়া হলে দেশ ও জাতি উপকৃত হবে। তিনি ইসলামিক ফাউন্ডেশনসহ ধর্ম মন্ত্রণালয়ের অন্যান্য দপ্তর ও সংস্থায় কওমি মাদ্রাসার সনদধারীদের নিয়োগ দেওয়ার বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।

এ সময় শিক্ষা উপদেষ্টা প্রতিনিধিদলের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।

Scroll to Top