সম্প্রতি বৈশ্বিক সংকটের মুখে কাগজের মূল্য বৃদ্ধি লাগামহীন হয়ে পড়ছে। বাজারে কাগজের মূল্যবৃদ্ধিকে অস্বাভাবিক বলে মন্তব্য করছেন পুস্তক প্রকাশক ও বিক্রেতারা। কাগজ সংকট দেশের শিক্ষার্থীদের কাছে মরার ওপর খাঁড়ার ঘা রূপে দেখা দিয়েছে।
বাজারে শিক্ষা উপকরণ যথা কাগজ, কলম, পেনসিল, ব্যবহারিক খাতা, মার্কার, ফাইল, বোর্ড, ক্যালকুলেটর, স্কেল, কালিসহ সকল পণ্যের দাম আকাশ ছোঁয়া।