ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সাইন্স ল্যাবরেটরি এলাকা। ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সে সময় একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। সংঘর্ষ এড়াতে ঢাকা সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা করা হয়। বুধবার বৈঠকে বসছেন সিটি কলেজ, ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ কর্তৃপক্ষ।