অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ এর মৌখিক পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনার দাবি জানিয়ে এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে চূড়ান্ত পরীক্ষায় ফেল করা চাকরিপ্রত্যাশীরা।
রোববার (১৫ জুন) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ- এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান নিয়ে চূড়ান্ত ফলাফল পুনর্বিবেচনার দাবি জানান তারা।
ভাইভাতে অনুত্তীর্ণ প্রার্থীদের অভিযোগ, প্রায় ২৩ হাজার ভাইভা বঞ্চিত প্রার্থী বৈষম্য ও জুলুমের শিকার। অনেকেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেয়ার পরও ফেল করেছেন।
কারো কারো অভিযোগ এনটিআরসিএ-তে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর আছে। বর্তমান সরকারকে বিব্রত করতে তাদের ফেল করানো হয়েছে। এমন বৈষম্যমূলক ফলাফল বাতিল করে পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।
আন্দোলনকারীরা বলেন, আমরা সনদ না নিয়ে মাঠ ছাড়বো না। এনটিআরসিএ চেয়ারম্যান একজন দুর্নীতিবাজ কর্মকর্তা, ফ্যাসিস্টের দোসর। তাই তিনি আমাদের ফেল করিয়েছেন।
তারা দাবি জানিয়ে বলেন, আমরা যারা ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম তাদের সবাইকে সনদ দিতে হবে। যদি না দেয় তাহলে আজ ১৫ জুন থেকে আমরণ অবস্থান কর্মসূচি শুরু হবে। আমরা সনদ না নিয়ে মাঠ ছাড়বো না।
তাদের যুক্তিতা হচ্ছে, ভাইভার এমনও বোর্ড আছে যেখানে ২৯ জনকে ফেল করানো হয়েছে, একজনকে পাস করানো হয়েছে। ৩০ জনের মধ্যে আবার অনেক বোর্ড আছে যেখানে ২৭ জনকে ফেল করানো হয়েছে, তিনজনকে পাস করানো হয়েছে। অনেক বোর্ড আছে ২৫ জনকে ফেল করানো হয়েছে ৫ জনকে পাস করানো হয়েছে। আবার দেখা যাচ্ছে ৩০ জনের মধ্যে ১০ জন ফেল, বাকিরা পাস। তাহলে একধারে এত ফেল অথবা পাস করানোর মানে কি?
উল্লেখ্য, গত ৪ জুন অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করে এনটিআরসিএ। ৮১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। তারমধ্যে পাস করেছে ৬০ হাজার ৫২১ জন।