রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। প্রতিবাদে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা বিভাগ ঘেরাও করে ওই শিক্ষকের অফিস কক্ষের নামফলক ভাঙচুর করে।
রোববার ১৭ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্যারিস রোডে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালন করে।
এসময় অবিলম্বে সুষ্ঠু তদন্তসহ যৌন-নিপীড়ক শিক্ষকের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা। এমন বিব্রতকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিসংখ্যান বিভাগের সকল শিক্ষক জরুরী বৈঠকে বসেন বলে জানা যায়।
পরিসংখ্যান বিভাগের চেয়ারপারসন প্রফেসর ড. মো. রেজাউল করিম এ ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করেন।