শাহ আমানত বিমানবন্দরে ১৩ লাখ টাকার সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ – DesheBideshe

শাহ আমানত বিমানবন্দরে ১৩ লাখ টাকার সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ – DesheBideshe

শাহ আমানত বিমানবন্দরে ১৩ লাখ টাকার সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ – DesheBideshe

চট্টগ্রাম, ২১ জুলাই – চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দুবাইফেরত দুই যাত্রীর কাছ থেকে ১৩ লাখ টাকা মূল্যের সিগারেট আর নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে।

রোববার (২০ জুলাই) দিবাগত রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করে।

কাস্টমস কর্মকর্তারা জানান, দুবাই থেকে একটি ফ্লাইটে রোববার রাতে চট্টগ্রাম পৌঁছেন ফেনী সদর উপজেলার বাসিন্দা মো. আরিফুল ইসলাম এবং চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা মোশাররফ হোসেন। দুই যাত্রী ইমিগ্রেশন শেষে কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের ব্যাগেজ তল্লাশি করা হয়। এসময় তাদের ব্যাগেজ থেকে ১৬৫ কার্টুন মন্ড সিগারেট এবং ২ হাজার ৭৬ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল, উদ্ধার হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৪ হাজার টাকা। অভিযুক্ত দুউ যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয়েছে। পরের বার একই অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২১ জুলাই ২০২৫



Scroll to Top