শাহরুখের মতো ফিট হওয়ার লোভ দেখিয়ে জালিয়াতি! | চ্যানেল আই অনলাইন

শাহরুখের মতো ফিট হওয়ার লোভ দেখিয়ে জালিয়াতি! | চ্যানেল আই অনলাইন

নায়কদের মতো ফিট হতে কে না চায়। আর এই ফিট হওয়ার লোভে জালিয়াতির শিকার হতে হয় অনেককেই। সম্প্রতি তেমনই এক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে।

ইজরায়েল ফিটনেস মেশিনের নাম করে প্রায় ৩৫ কোটি রুপি জালিয়াতি করেছে কানপুরের এক দম্পতি। মেশিনটির বিষয়ে তারা যুক্তি দেখিয়েছেন যে এই ফিটনেস মেশিনটি বলিউড অভিনেতারাও ব্যবহার করেন। এটা ব্যবহার করেই ৫৯ বছরে ২০ বছরের তরুণদের মতো ফিটনেস শাহরুখের এবং ৮১ বছর বয়সেও এত এনার্জি অমিতাভ বচ্চনের।

GOVT

অভিযুক্ত দম্পতি আরও বলেছেন এই মেশিনই অভিনেতাদের বয়স কমিয়ে রেখেছে। এই ফর্মুলা বিক্রি করে ৩৫ কোটি রুপি হাতিয়ে নিয়েছেন তারা। এরপর ক্রেতারা যখন বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন, তখন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

প্রতারক স্বামী-স্ত্রী দুজনেই পলাতক। যে ভবনে মেশিনটি স্থাপন করা হয়েছিল, সেটি সিলগালা করে দেয়া হয়েছে। অভিযুক্তদেরও খোঁজা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Scroll to Top