শাহজালাল বিশ্ববিদ্যালয়ে রাজনীতিতে নিষেধাজ্ঞা থাকায় বাইরে কর্মিসভা করবে ছাত্রদল

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে রাজনীতিতে নিষেধাজ্ঞা থাকায় বাইরে কর্মিসভা করবে ছাত্রদল

ছাত্রদল সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৩ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি হয়েছিল। এরপর ওই কমিটির অনেকেই নিষ্ক্রিয় হয়ে যান। এ ছাড়া ১৫ বছর ধরে ছাত্রসংগঠনটি কোনো কর্মিসভা করতে পারেনি। বর্তমানে পদপ্রত্যাশী নেতা-কর্মীরা এ আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মনির হোসেন বলেন, ক্যাম্পাসে যেহেতু দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, তাই বাইরে কর্মিসভার আয়োজন করা হয়েছে। গত ১৫ বছরের মধ্যে কোনো কর্মিসভা হয়নি।

Scroll to Top